সুন্দরবন ১০-লঞ্চের পাঁচ কেবিনবয় কারাগারে

দেশ জনপদ ডেস্ক | ১৩:০১, মে ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল ঢাকা রুটের এমভি সুন্দরবন লঞ্চের পাঁচজন কেবিনবয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, সুন্দরবন ১০লঞ্চের সুপারভাইজার দুলাল কেবিনবয়দের সিট বাণিজ্য ও যাত্রীদের সাথে খারাপ আচারনে বাঁধা দিলে তার উপর গত(২২ মার্চ) হামলা চালায় লঞ্চের ছয় কেবিনবয়। সেই ঘটনায় বাদি হয়ে ঢাকা দক্ষিন কেরানিগঞ্জ থানায় মামলা দায়ের করেন সুপারভাইজার দুলালের বোন শাহানাজ পারভিন। মামলা দায়েরের পর আসামিরা পালিয়ে থেকে গতকাল (৩০মে) জামিন নিতে গেলে তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। আসামিরা হলেন, খালেক হাওলাদারের ছেলে মিজানুর রহমান মিজান, ছালাম হাওলাদারের ছেলে শাকিল, রুস্তম হাওলাদারের ছেলে রিপন, মৃত শাজাহান গাজির ছেলে মো: শাকিব, গৌরাঙ্গ দাসের ছেলে সুজন দাস। এবং দুই নং আসামি হেমায়েত এখনো পলাতক রয়েছে। মামলার বাদি শাহানাজ পারভিন বলেন, আমার ভাই দুলাল সুন্দরবন লঞ্চের সুপারভাইজার। লঞ্চের কেবিনের সাইটে বিছানা করে ভাড়া দেয় কেবিনবয়রা। এছাড়াও কেবিনবয়রা যাত্রীদের সাথে খারাপ আচারন ও কেবিন যাত্রীদের কাছ থেকে খাবারের দাম বেশি রাখার কারনে তাদের বকাঝকা করেন সুপারভাইজার দুলাল। সেকারণে গত (২২মার্চ) লঞ্চের ছয় কেবনিবয় মিলে আমার ভাই দুলালের উপর বর্বর হামলা চালায়। হামলায় আমার ভাইয়ের এক হাত প্রায় অকেজো হয়ে গেছে। তিনি আরো বলেন, ঘটনার পরপরই আমি বাদি হয়ে কেরানিগঞ্জ থানায় মামলা করি। সেই মামলায় ছয়জনের পাচঁজন জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়।