নগরীতে চাঁদার টাকা না পেয়ে যুবককে মারধর, থানায় অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ০০:৪২, মে ৩১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে চাঁদার টাকা না পেয়ে এক যুবককে বেধড়ক মারধর করেছে দুইভাই শাওন-শোভন। এবিষয় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশাল নগরীর ১১নং ওয়ার্ড চাঁদমারি এলাকায়। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদমারি মাদ্রাসা সড়কের ছালেক মৃধার দুই ছেলে শাওন মৃধা(৩৩) ও শোভন মৃধা(২৭) একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে আসছে। টাকা চাওয়া কে কেন্দ্র করে (৩০এপ্রিল) সোমবার সকালে শাওন, শোভনের সাথে কথার কাটাকাটি হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পলাশ চৌধুরীর স্টাফ নোমানের সাথে। এসময় স্থানীয় লোকজন তাদেরকে সরিয়ে দিলে যে যার মত চলে যায়। দুপুরবেলা নোমানকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় শাওন শোভনের লোকজন। এসময় চাঁদমারি মাদ্রাসা গলির ভিতরে নোমানকে বেধড়ক মারধর করে শাওন শোভন। মারধর করার সময় নোমানের ডাকচিৎকারে লোকজন আসলে নোমানকে ফেলে পালিয়া যায় তারা। এসময় স্থানীয়রা নোমানকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পলাশ চৌধুরি। তিনি বলেন, আমার কাজের সাইডে এসে কয়েকদিন যাবত শাওন শোভন চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দেয়ায় গতকাল আমার স্টাফ নোমানকে বেধড়ক মারধর করেছে। নোমান এখন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছে। তিনি আরো বলেন, এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।