বাবুগঞ্জে ৪ দিনের ব্যবধানে একই গ্রাম থেকে ১২ টি ছাগল ৩ গরু চুরি

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৬, মে ৩০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রাম থেকে ৪ দিনের ব্যবধানে ১২ টি ছাগল ও ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানাযায়, রোববার (২৯মে) দিবাগত মধ্য রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের ফরিদ উদ্দিন হাওলাদারের পুত্র রবিউল ইসলাম হাওলাদারের ফার্ম থেকে ১২ টি ছাগল নিয়ে যায় চোর চক্র। এর আগে (২৬ মে) বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর দিনমজুর আব্দুল রাজ্জাক হাওলাদার ( চারুর বাড়ি) এর গোয়াল ঘর থেকে ৩ টি গরু নিয়ে যায় চোর চক্র। ভুক্তভোগী রবিউল ইসলাম হাওলাদার জানান, প্রতিদিনের মতো গত রোববার রাতে তার ছাগলের ফার্মে খড়কুটো দিয়ে ঘুমাতে যান। পরে সকাল বেলা তার ছাগলের ফার্মে গিয়ে ১৪ টি ছাগলের মধ্যে কেবল ২ টি ছাগল দেখতে পান। ধারণা করা হচ্ছে মধ্যরাতের পরে যেকোনো এক সময় চোরেরা তার ১২ টি ছাগল চুরি করে নিয়ে গেছে। গরু চুরি যাওয়া দিনমজুর আব্দুল রাজ্জাক হাওলাদার জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে গোয়ালঘরে গিয়ে খড়কুটো দিয়ে ঘুমাতে যান। পরে সকাল বেলা গোয়ালঘরে গিয়ে তিনটি গরুর একটিও দেখতে পাননি। ধারণা করা হচ্ছে মধ্যরাতের পরে যেকোন এক সময় চোর চক্র তার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। এঘটনায় আব্দুল রাজ্জাক হাওলাদার দিশেহারা হয়ে পড়েন। পরপর একই গ্রামে গরু ছাগল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামের গরু ছাগলের খামারিরা দুশ্চিন্তায় পরে গিয়েছে। স্থানীয়রা ধারনা করছেন কুরবানীর ঈদ কে সামনে রেখে গবাদিপশু চুরি আরো মারাত্মক আকার ধারন করতে পারে। চোর চক্রের সাথে স্থানীয় একটি গ্রুপ জড়িত আছে। বাবুগঞ্জ থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, গরু ছাগল চুরির ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। আমরা আসে পাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পেয়েছি রাতে ওই এলাকা থেকে একটি হলুদ পিকাপ বের হয়েছে। তবে পিকাপের নম্বর সনাক্ত করা সম্ভব হয়নি। চোর সনাক্তে পুলিশ তৎপর রয়েছে। আশা করি শিঘ্রই চোর চক্র সনাক্তে সফলতা আসবে।