বরিশালে ডিবি পুলিশের অভিযানে ২কেজি গাঁজাসহ আটক-১

দেশ জনপদ ডেস্ক | ২১:০১, মে ২৯ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। আজ রবিবার বিকেল ৫ টার দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হরিদাস নাগ অভিযানটি পরিচালনা করেন। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হরিদাস নাগের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২ কেজি গাঁজাসহ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের কালী গ্রাম এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে তানজিল মোল্লাকে আটক করে। আটকের পর তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়। এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক হরিদাস নাগ জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে আমরা মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছি।