বরিশালে লকডাউন কার্যকরে তৎপর ডিসি খাইরুল

কামরুন নাহার | ১৬:১৪, এপ্রিল ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ থেকে বরিশালের সকল প্রবেশপথ বন্ধ করা হয়েছে। পাশাপাশি সড়কে টহল বাড়িয়েছে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি)। বরিশালে লকডানউন কার্যকর করতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বরিশাল নথুল্লাবাদ এলাকা থেকে শুরু করে গড়িয়ার পাড়, রহমতপুরসহ বরিশাল মেট্টোপলিটন এলাকার সড়ক বন্ধ করে দেয় পুলিশ। এসময় বরিশাল নগরীতে কাউকে প্রবেশ ও বাইরে যেতে দেয়নি পুলিশ। ঘর ছেড়ে প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষের উপস্থিতি বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসময়ে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম বলেন, প্রানঘাতি মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের আইজিপি ও বিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক বরিশাল মেট্রোপলিটন এলাকায় কেউ প্রবেশ ও বাইরে যেতে পারবেনা। এ সময় তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে ইতিমধ্যে সচেতনতামূলক বহু প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে, অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধসহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক যে দোকান সমূহ খোলা রাখার কথা রয়েছে শুধুমাত্র ঔষধ, মেডিকেল সার্ভিস সমূহ ব্যতিত সকল দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। পাড়া-মহল্লার দোকানগুলো সকাল থেকে দুপুর দুটো'র মধ্যে বন্ধ করতে হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অংশ নিতে সবাই ঘরে থাকুন। অযথা বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে বের হলে তাকে গ্রেফতার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারি পুলিশ কমিশনার (কাউনিয়া এন্ড স্টাফ অফিসার) আঃ হালিম, সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ রবিউল ইসলাম শামিম, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।