ভোলায় ৮ কেজি গাঁজাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার ইলিশা ইউনিয়নের তালতলি লঞ্চঘাট এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ লোকমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মে) সকাল ৬ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম তাকে আটক করে। আটক লোকমান চট্টগ্রামের ডবল মুরিং এলাকার মৃত সামসুল আলমের ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ছিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তালতলি লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় লোকমান নামের এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। তার কাছ থেকে ৮ কেজি উদ্ধার করা হয় ৮ কেজি গাজা। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।