নিজস্ব প্রতিবেদক ॥ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ থেকে বরিশালের সকল প্রবেশপথ বন্ধ করা হয়েছে । পাশাপাশি সড়কে টহল বাড়িয়েছে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি)। ঘর ছেড়ে প্রয়োজন ছাড়া রাস্তায় মানুষের উপস্থিতি বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বরিশাল জেলায় বাইর থেকে মানুষ প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সকাল ১০টায় তিনি এ নিষেধাজ্ঞ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়ার রহমান বলেন, বরিশালবাসীকে নিরাপদে রাখতে কঠোর হতে বাধ্য হলাম। সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশালে বাইর থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে জন্য জেলার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তাচৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনে যাতে কেউ ঘর থেকে বাইরে বের না হয় জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েকদিন সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যেসব সড়কে গত কয়েকদিনে পুলিশের টহল ছিল না সেসব সড়কেও পুলিশের কর্মকাণ্ড বাড়ানো হয়েছে। টহলে থাকা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সবার ঘরে অবস্থান নিশ্চিত করতে নগরীর প্রতিটি মোড়ে ও সড়কে টহল দিচ্ছে পুলিশ। সেই সঙ্গে তল্লাশি। পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত ও করেনার সংক্রমণ এড়াতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হলে গ্রেফতারসহ নেয়া হবে কঠিন আইনি ব্যবস্থা। এ ব্যাপারে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন- এখন থেকেই শক্ত অবস্থানে বিএমপি। করোনা প্রতিরোধে ইতিমধ্যে বিএমপি কর্তৃক সচেতনতামূলক বহু প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে, অপ্রয়োজনে ঘরের বাহির যেতে নিষেধসহ সরকারী সকল নির্দেশনা দেয়া হয়েছে। শুধুমাত্র ঔষধ তথা মেডিকেল সার্ভিস সমূহ ব্যতিত সকল দোকান এমনকি খাবারের দোকান, কাঁচা বাজারের দোকান, মুদি দোকান সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া আজ থেকে বরিশালে ঢোকার এবং বাহির হবার সকল ধরনের প্রবেশ পথ বন্ধ করা হচ্ছে।