অনিবন্ধিত ৪ ডায়গনস্টিক সেন্টার বন্ধ

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৩, মে ২৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে চারটি অনিবন্ধিত ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর অনিবন্ধিত ডায়গনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলো চিহ্নিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মে) সকালে উপজেলা সদরে অভিযান চালিয়ে আশা, ইয়াসিন, নিউ বনানী ডায়গনস্টিক সেন্টার ও সান এক্স-রে নামে চারটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ। তবে নির্দেশনা পাওয়ার পর এখন আরো জোরালোভাবে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো মনিটরিং করা হচ্ছে। প্রাথমিকভাবে নিবন্ধন না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে যাদের লাইসেন্স রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় অব্যবস্থাপনা ও অসংগতি রয়েছে তাদের সতর্ক করার পাশাপাশি অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আগামী ৫-৭ দিনের মধ্যে অব্যবস্থাপনা ও অসংগতি দূর করতে বলা হয়েছে। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।