সাপের কামড়ে প্রান গেলো স্কুল ছাত্রের

কামরুন নাহার | ০০:৩১, এপ্রিল ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বিষধর সাপের কামড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা কৃষ্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও ঐ গ্রামের মিন্টু ঢালীর ছেলে লক্ষন ঢালী( ১০)। গকতাল সোমবার বাড়ির পাশে খেলাধুলার করার সময়ে লক্ষ্মণকে কামড় দেয় একটি বিষধর সাপ। এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পরে লক্ষ্মণ। এঘটনায় নিহত লক্ষণের বাড়িতে বইছে শোকের মাতাম।