বরগুনায় গরুর মাংসের কেজি ৭০০ টাকা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনায় প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা দরে। শুক্রবার (২৭ মে) সকালে জেলার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত থেকে গরু না আসায় মাংসের দাম বড়েছে। ৬০০ টাকা কেজি দরের গরুর মাংস এখন ৭০০ টাকায় বিক্রি করছেন তারা।
ক্রেতা রিকশাচালক খবির উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের প্রত্যেক মাসে একবার গরুর মাংস খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এখন ১ কেজি গরুর মাংস কিনতে আমার চার দিনের উপার্জিত অর্থ খরচ করতে হবে। বাজার পরিস্থিতি দেখে গরুর মাংস না কিনেই ফিরে যান খবির।
মাংস ব্যবসায়ী আলামিন বলেন, ভারত থেকে গরু বাংলাদেশে না আসায় দেশীয় গরু মাংসের চাহিদা পূরণ করছে। বাজারে গরুর দাম বেশি তাই মাংসের দাম বেড়েছে। গরুর দাম কমলে মাংস দামও কমবে।