মসজিদের কাজে বাধা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৪, মে ২৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরগুনা সদর উপজেলায় একটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৭ মে) জুম্মার নামাজের পরে উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নে ছোট গৌরীচন্না মসজিদের মুসুল্লি, মাদ্রাসার ছাত্র ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। সেখানে বক্তারা বলেন, মরহুম ডা. জয়নাল আবেদীন খান জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রঙ করার কাজে বাঁধা দেওয়া হয়েছে। মসজিদটি থেকে মুসুল্লিদের বের করে দেওয়ার অপচেষ্টা ও মাদ্রাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে অভিযুক্ত আব্দুল খালেকের বিচারের দাবি জানান তারা। মানববন্ধন চলাকালে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।