ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৪, মে ২৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদা উপজেলার মধ্য ইন্দুরকানী গ্রামের মসজিদের ইমাম মো. আল-আমিন হাওলাদারের স্ত্রী। নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে গোসল করে ঘরের ভিতরে ঢুকে মটারের পানির লাইনের সুইচ বন্ধ করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পাশের বাসার এক নারী নাহিদাকে খুঁজতে এসে দেখেন তার হাতের আঙ্গুল ও কব্জি পোৃড়া অবস্থায় মোটরের পাশে পড়ে আছেন। এরপর স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস ও থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।