নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৮, মে ২৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ স্লোগান নিয়ে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মে) বেলা ১১টায় বরিশাল নদী বন্দরে এ সভার আয়োজন করে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু, জিএম আলী রেজা, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী তাইফুর আহম্মেদ ভূঁইয়া এবং নৌ নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক মো. বেলাল উদ্দীন। এছাড়াও বিভিন্ন নৌ-যানের শ্রমিক এবং শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন। সভায় আলোচকরা নৌ-পথের নিরাপত্তা বাড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্টার-ড্রাইভারসহ অন্যান্যদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন।