চুলের অদ্ভুত স্টাইল কেটে ভদ্র বেশে আনল পুলিশ

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৪, মে ২৫ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ॥ কিশোর গ্যাংয়ের মূল উৎপাটন এবং ইভটিজিং রোধ ও বখাটেদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে চার কিশোরের অদ্ভুত স্টাইলের কাটিং করা চুল কেটে দিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী মোড় এলাকা থেকে চুলের অদ্ভুদ কাটিং করা চার কিশোরকে আটক করে পুলিশ। পরে থানার সামনে থাকা সেলুনে তাদের চুল কেটে ছোট করা হয়। জানা যায়, পঞ্চবটী মোড়ে একটি অটোরিকশা দুর্ঘটনার শিকার হয়। অটোরিকশায় থাকা মাসদাইর পাকাপুল এলাকার চার কিশোর বাবু (১৭), গোলাম রাব্বি (১৭), তাওহিদ (১৮), ইমরানকে (১৭) স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আটককৃত চার কিশোরের অভিভাবকদের থানায় ডেকে আনে পুলিশ। পরে তাদের অপরাধসমূহ তুলে ধরে অদ্ভুত চুল কাটার পরামর্শ দিলে অভিভাবকরা থানার সামনে থাকা সেলুনে নিয়ে গিয়ে চুল কাটায়। ভবিষ্যতে আর এ কাজ আর করবে না মর্মে অভিভাবকরা মুচলেকা দিয়ে চার কিশোরকে থানা থেকে নিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ইভটিজিং, কিশোর অপরাধ ও বখাটেপনা রোধ করতে এ যাবতীয় কর্ম তাদের অব্যহত থাকবে বলে জানান তিনি।