নিজস্ব প্রতিবেদক , বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বিজয় বৈদ্য (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তিনি বিদ্যুতস্পৃষ্ট হলে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত বিজয় বৈদ্য হারতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য রুপালী বৈদ্যের স্বামী।
স্বজনরা জানান, বিজয় বৈদ্য সকালে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান পরিছন্ন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আর্শাদ।