নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিত্যানন্দ মজুমদার (৫৬) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) ভোরে তিনি খুলনার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি উপজেলার গড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি ছিলেন।
নিহতের ছেলে কৈশিক মজুমদার জানান, তার বাবা গত রবিবার (১৫ মে) রাতে গোপালগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাজিরপুরে ফিরছিলেন।
এ সময় উপজেলার শাঁকারীকাঠী এলাকার নতুন রাস্তা এলাকায় পৌঁছালে সেখানের একটি খাদে তার মোটরসাইকেলটি পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনায় পাঠানো হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আ.লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী ওই শিক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাকে এখনও বাড়িতে নিয়ে আসা হয়নি।