ব‌রিশালকে প্রাচ্যের ভে‌নিস বলতে লজ্জা লাগে: নৌ প্রতিমন্ত্রী

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪২, মে ২৩ ২০২২ মিনিট

নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী খা‌লিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ব‌রিশালকে এখন প্রাচ্যের ভে‌নিস বলতে লজ্জা লাগে, কেননা এই অঞ্চলের নদী-খাল দূষণে ভরে গেছে। এগুলো দখল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে।’ তা উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বিআইড‌ব্লিউ‌টিএর বহরে ৪০টি ড্রেজার সংযুক্ত করেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে আরও ৩৫‌টি ড্রেজার সংযুক্ত করা হবে। পাশাপা‌শি দুটি উদ্ধারকারী জাহা‌জ দেয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।’ ব‌রিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজার বেইজের উদ্বোধনকালে সোমবার দুপুরে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।
এ সময় খা‌লিদ মাহমুদ বলেন, ‘৪০ বছরে যা হয়‌নি, ১৩ বছরে তার থেকে বেশি হয়েছে। ২০০৮ থেকে ২০২২ সালের মধ্যে এসব সংযুক্ত করে‌ছি আমরা। আগে কেন হয়‌নি? ’৭৫-পরবর্তী কোনো সরকারই নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখার চেষ্টা করে‌নি, যা করেছে তা লোক দেখানো। ‘ব‌রিশাল নদীবন্দরকে আধু‌নিক করতে শিগ‌গিরই কাজ শুরু হবে। নদী রক্ষায় ব‌রিশালে বিআইড‌ব্লিউ‌টিএ কাজ করছে। অল্পদিনের মধ্যে নদীরক্ষা ক‌মিশনের চেয়ারম্যানকে ব‌রিশালে পাঠানো হবে। ‘কীর্তণখোলা নদীসহ যেসব নদী দখল ও দূষণ হয়ে গেছে, সেগুলো চি‌হ্নিত করে নদীর কাছে ফি‌রিয়ে দেয়া হবে। নদীকে শাসন করা যাবে না, নদীকে স‌ঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে’ যোগ করেন তিনি। বিএন‌পি ও এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে এ সময় নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘যুবকদের দিয়ে বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান সোনার বাংলা গড়তে চেয়ে‌ছিলেন, আর জিয়াউর রহমান সেই যুবকদের হাতে অস্ত্র-মাদক তুলে দিয়ে‌ছিলেন। মু‌ক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। দেশকে অন্ধকারে ঠেলে দেয়ার জন্য যুদ্ধাপরাধীদের নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে এসেছে এবং সেখানে মু‌ক্তিযোদ্ধাদের সংযোজন করেছে। ‘বি‌ভিন্ন জায়গা থেকে বি‌ভিন্ন চ‌রিত্র ধরে নিয়ে এসে এক‌টি প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই প্ল্যাটফর্মের নাম আজকের বিএন‌পি। এ রকম জোড়াতা‌লি দেয়া প্ল্যাটফর্ম কি টিকতে পা‌রে? বিএন‌পির উদ্দেশ্যই ছি‌ল দেশকে ধ্বংস করা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কোনো‌দিন স্বাভা‌বিকভাবে চলতে পারে‌নি, চলতে দেয়‌নি খালেদা জিয়া।’ ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ভবিষ্যতে বাংলাদেশেও এমন পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে কি না; এমন আলোচনাকারীদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘প্রতি‌দিন সকালে উঠে যারা বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, তারা প্যানিক সৃ‌ষ্টি করছে। ‌পৃ‌থিবীজুড়েই একটা অ‌স্থিরতা চলছে। প্রতিবেশী দেশ ভারতে কী অবস্থা, ইউরোপের দেশগুলো‌য় কী অবস্থা জিজ্ঞাসা করুন। আমরা তো দেলাওয়ার হোসেন সাঈদী না যে আমরা চাঁদে গিয়ে থাক‌ব।’ বিআইড‌ব্লিউ‌টিএর চেয়ারম্যান গোলাম সাদেকের সভাপ‌তিত্বে বিশেষ অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন ব‌রিশাল সি‌টি করপোরেশনের মেয়র সে‌রনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, অ‌তি‌রিক্ত পু‌লিশ ক‌মিশনার এনামুল হক, ব‌রিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। ব‌রিশাল ড্রেজার বেইজের আওতায় ২০‌টি ড্রেজারসহ সহায়ক সরঞ্জামাদি থাকবে। এ প্রকল্পে মোট ২৩ কো‌টি ৬২ লাখ টাকা ব্যয় হয়েছে। এখান থেকেই ব‌রিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকা‌ঠি, পিরোজপুর ও বরগুনা এলাকার নৌপথ খননে তদার‌ক করা হবে।