ঢাকায় ৬৪ জনের দেহে করোনাভাইরাস

কামরুন নাহার | ১৫:০১, এপ্রিল ০৬ ২০২০ মিনিট

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ১২৩ জনের মধ্যে ঢাকায় ৬৪ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ঠিক কোন কোন স্থানে তারা বাস করছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টায় করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।  এছাড়া দেশে করোনায় আক্রান্ত আরো তিন জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বলেন, আজকে যে তিনজন মারা গেছে ন তাদের মধ্যে একজন সাতদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ সকালে মারা যান ঢাকায়। অন্য দুজনকে হাসপাতালে আনার পর পরই মৃত ঘোষণা করা হয়। এই দুজন হচ্ছে নারায়ণগঞ্জের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের দেহে। এতে বলা হয়, দেশে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে আইসোলেশনে রয়েছেন ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় সর্বমোট ৪৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া দেশে এখন পর্যন্ত ৪ হাজার ১১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।