১৫ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলেট আটক

দেশ জনপদ ডেস্ক | ১৩:৩৪, মে ২৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলেট ও তার দুই সহযোগীকে ফেনসিডিল সহ আটক করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে তিনটায় তাদেরকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চরবাড়ীয়া ইউনিয়নের খান বাড়ির মৃতঃ মোঃ আলী হোসেন খান এর পুত্র মাছুম খান বুলেট (৩৯), যশোর শার্শা থানার ১ নং ওয়ার্ডের মৃতঃ ইসহাক মন্ডলের পুত্র মোঃ জাফর বাবুর্চি (৪৪) এবং সাতক্ষীরার চন্দনপুর ইউনিয়নের মৃতঃ ইমাম সরদারের পুত্র মোঃ আলী হোসেন (৪১)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ শাহাজাহান এর নেতৃত্বে একটি টিম নগরীর এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৯নং ওয়ার্ডের লাদের সড়কস্থ মুজাফফার আলী সড়কের সংযোগস্থলে তল্লাশি চালিয়ে মোঃ জাফর বাবুর্চি ও মোঃ আলী হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে নগরীর টিএন্ডটি অফিসের গোটের সামনে থেকে বুলেটেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহান সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বুলেট একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও কয়েকবার তাকে ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় রয়েছে তার মাদকের সিন্ডেকট। তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। যেখানেই মাদক সেখানেই অভিযান। এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মুলে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।