নগরীতে চোর চক্রের মূল হোতা বেল্লাল ইয়াবাসহ আটক

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৭, মে ২২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে চোর চক্রের মূল হোতা বেল্লালকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পু্লশি ব্যাটালিয়ন। গতকাল রবিবার (২২ মে) সকালে বরিশাল আর্মড পু্লশি ব্যাটালিয়নের একটি দল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল মিনাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা বিশ (২০) পিস ইয়াবা উদ্ধার করেন তারা। আটক বিল্লাল ঝালকাঠি জেলার নলছিটি থানার রানাপাশা ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে । জানা গেছে, বেল্লালের মূল পেশা চুরি। পাশাপাশি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসাও চালিয়ে আসছে। নগরীর বগুড়া রোড এলাকায় চোরা বেল্লাল নামেই বেশ পরিচিত। চুরি করে ধরা পরে জেলহাজতে গিয়েছে একাধিকার। তার নামে রয়েছে ডজন খানেক চুরি ও মাদক মামলা। বেল্লালের এক বোনের বাসা নগরীর ১৫ নং ওয়ার্ড আমিরকুটির এলাকায়। সেখানে থেকেই বেল্লাল মাদক বিক্রি ও চুরির কার্যক্রম চালিয়ে আসছে। গত বছর ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা সহকারী পুলিশ কমিশনারে বাসা থেকে তার মায়ের মোবাইল রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়। এলাকার সিসি ক্যামেরায় বেল্লালের চুরির ঘটনাটি ধরা পড়ে। পরে বটতলা পুলিশ ফাঁড়ির তৎকালিন ইনচার্জ টিপু সুলতানের সহযোগিতায় মোবাইল উদ্ধার করা হয়। সে সময় চুরির ঘটনায় জেলও হয়। শুধু তাই নয়, পরবর্তীতে আমিরকুটির এলাকায় ঢুকতে নিষেধ করা হলেও মানা হয়নি। পুনরায় আমিরকুটির এলাকায় ওই বোনের বাসায় আসা-যাওয়া করতে থাকে। এসব অপকর্মের জন্য বোনের বাসাকেই নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে বেল্লাল। এমনকি এলাকায় উঠতি বয়সী তরুণদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছিল সে। এ বিষয়ে আর্মড পু্লশি ব্যাটালিয়নের এসআই অশোক কুমার বর্মন জানান, মুসলিম পাড়া এলাকায় তল্লাশি চালালে বেল্লাল নামের এক যুবককে বিশ পিস ইয়াবাসহ আটক করি। এ ঘটনায় বাদি হয়ে মাদকদ্রব্য আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল সে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।