বাউফলে নির্মিত হবে ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু

দেশ জনপদ ডেস্ক | ২১:০৮, মে ২২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , বাউফল, পটুয়াখালী ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার বগা পয়েন্টে লোহালিয়া নদীতে নির্মিত হচ্ছে গলাচিপা, দশমিনা ও বাউফলের প্রায় ১০ লাখ মানুষের স্বপ্নের ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু। এই সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের মানুষ দিনের কাজ দিনে শেষ করে ঢাকা থেকে বাড়ি ফিরতে পারবে। ইতিমধ্যে এই সেতু নির্মাণ সংক্রান্ত একটি পত্র সচিব ইআরডি বরাবরে প্রেরণ করা হয়েছে। বগার লোহালিয় নদীতে সেতু নির্মাণের খবর ছড়িয়ে পরার পর এলাকার মানুষ আনন্দিত হয়েছেন। জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজ এমপির এপিএস আনিছুর রহমান আজ রবিবার স্থানীয় গণমাধ্যম কর্মীদের এ খবর নিশ্চিত করে বলেন, ‘ বেকুটিয়া ৮ম চীন- বাংলাদেশ মেত্রী সেতুর নির্মান কাজ শেষ হয়েছে। বর্তমানে সেতুটি উদ্বোধনের অপেক্ষায় আছে। এই সেতুটি উদ্বোধনের পরই বগার লোহালিয়া নদীতে ৯ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ শুর হবে। তিনি আরও বলেন, ‘ লেবুখালী-বাউফল-দশমিনা-গলাচিপা-আমরাছিয়া সড়কের লোহালিয়া নদীর বগা পয়েন্ট ১হাজার ২০ মিটার দৈর্ঘ্য ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের জন্য বিগত ২০১৭ সালের ১১ মে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরীত হয়েছে। বাংলাদেশস্থ চীন দূতাবাসের মাধ্যমে বিষয়টি অবহিত করা করা হয়। সেখানে বলা হয়েছে, বেকুটিয়ায় ৮ম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর কাজ শুরু হওয়ার পর বাউফলের বগা পয়েন্টে লোহালিয়া নদীতে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যেরপ্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে। বর্তমান বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর অগ্রগতি কাঙ্খিত পর্যায়ে উন্নীত হওয়ায়, বগা পয়েন্টে লোহালিয়া নদীতে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সচিব, ইআরডি বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। সে অনুযায়ি সম্প্রতি ইআরডি’র সচিব কার্যক্রম শুরু করেছেন। এব্যাপারে বাউফলের এমপি, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি আসম ফিরোজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।