বাকেরগঞ্জের কবাই হানুয়া ব্রিজ এখন মরণফাঁদ

দেশ জনপদ ডেস্ক | ২১:০৬, মে ২২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , বাকেরগঞ্জ, বরিশাল ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের প্রাণকেন্দ্র থেকে বয়ে যাওয়া পোড়ারধন খালের উপর হানুয়া টু কালেরকাঠি সংযোগ আয়রন ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হচ্ছে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৫ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, পেয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঢোলা রিয়াজউদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা, উত্তর কালেরকাঠি হাফেজী মাদ্রাসা, হানুয়া মতিজান মাধ্যমিক বিদ্যালয়, হানুয়া পেয়ারপুর দাখিল মাদ্রাসা, পেয়ারপুর বাজার, খোদাবক্সকাঠি রায়ের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ খোদাবক্সকাঠি আব্দুর রব দাখিল মাদ্রাসা, কবাই ইউনিয়ন পরিষদসহ ৫ গ্রামের মানুষের যাতায়াত করার একমাত্র মাধ্যম এই ব্রীজটি। আজ রবিবার (২২ মে) সরেজমিনে গিয়ে দেখাগেছে, সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারগুলোর বেশির ভাগই ভেঙে পরেছে। ক্রোস অ্যাঙ্গেলগুলো মরিচা ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারগুলোর উপরে কাঠের মাচা তৈরি করে বেঁধে দিয়েছে। ব্রিজটির এক অংশে স্লিপারগুলো ভেঙ্গে গিয়ে ফাকা হয়ে গেছে। ব্রিজটির ক্রোস অ্যাঙ্গেলগুলো সাথে বাঁশে বেঁধে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। নড়বড়ে ও ভেঙ্গে যাওয়া ব্রিজ দিয়ে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। এছাড়া ব্রিজ দিয়ে ছোট ও মাঝারি যানবাহন চলাচল করাতে না পারায় বিপাকে পড়েছে যাত্রীরা । উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অবুল খায়ের বলেন, ব্রিজটি আর. সি.সি.গার্ডার ব্রিজ প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে ডিজাইন সেকশনে রয়েছে।