নিজস্ব প্রতিবেদক॥ জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বলেন, সকালে শামসুল নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে তার নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। মেহেন্দীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নৌকায় শামসুল একাই ছিলেন।
বরিশালের মেহেন্দীগঞ্জের গজারিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।
নদীর চরএকরিয়া ও জয়নগর এলাকার মাঝামাঝি স্থানে শনিবার সকালে ডুবে যায় নৌকাটি। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন। নিহত শামসুল হক আকন চরএকরিয়া গ্ৰামের আব্দুল জলিল আকনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার।
তিনি বলেন, সকালে শামসুল নদীতে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে তার নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। মেহেন্দীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নৌকায় শামসুল একাই ছিলেন।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) তৌহিদ জামান বলেন, জেলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।