‘বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করে না’

দেশ জনপদ ডেস্ক | ১৮:০০, মে ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বিএনপি রাজনৈতিকভাবে কখনোই তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। শনিবার (২১ মে) বেলা ১১টার দিকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আমু বলেন, ২০০৬ সালে জনগণের তোপের মুখে জোট সরকার বিচারপতির মেয়াদ বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর চেষ্টা ব্যর্থ হয়েছিলো। পরে সে আমলে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর চেষ্টাও জনগণের আন্দোলনে নস্যাৎ হয়। বিএনপিকে জনসাধারণ বর্জন করে। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এ উন্নয়ন দেখে যারা ব্যাঙ্গ করেন তারা এদেশের স্বাধীনতাকেও মেনে নিতে পারেননি। তারাই পাকিস্তানের দোসরদের নিয়ে রাজনীতি করেন, মন্ত্রীসভা ও সরকার গঠন করেন। তারা কখনোই দেশপ্রেমী হতে পারেন না। আওয়ামী লীগের এ নেতা বলেন, ২৫ বছর আন্দোলন করেছি। কখনো পেট্রল বোমা, অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করিনি। ২০১৪ সালে ৬৫০টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিলো। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও মানুষের জীবন বিপন্ন করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য আনিচুর রহমান, গোলাম রাব্বানী চিনু প্রমুখ উপস্থিত ছিলেন।