বাউফলে ৬ নারীসহ ৭ জনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৮, মে ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , বাউফল, পটুয়াখালী ॥ একই পরিবারের ৬ নারীসহ ৭ জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বত্তরা। বাউফল উপজেলার বগা ইউনিয়নের বালিয়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের চান মিয়া মাস্টারের বাড়িতে ঘটনার দিন দিবাগত রাত ১০টার দিকে দুর্বত্তরা চেতনানাশক ওষুধ স্প্রে করে । এতে পরিবারের সকলে অজ্ঞান হয়ে পরেন। এরপর দুর্বৃত্তরা ঘরের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে নগদ অর্ধ লাখ টাকা ও ৮ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে সজ্ঞাহীন অবস্থায় চান মিয়া (৬৮), ফরিদা খাতুন(৬১), মাজেদা খাতুন (৮৯), কহিনুর বেগম(৫৬), লিপি (২৮), হাসিনা বেগম(৭০) ও ফারজানা বেগমকে(৪০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইদানিং বাউফলে চেতনানাশ ওষুধ দিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া ঘটনা বৃদ্ধি পেলেও পুলিশী কোন তৎপরাতা চোখে পরছেনা।