শেরপুরে দুই নারীর করোনা শনাক্ত

কামরুন নাহার | ২২:২৪, এপ্রিল ০৫ ২০২০ মিনিট

শেরপুরে শ্রীবরদীর ও সদর উপজেলায় প্রথম দুই নারী করোনা রোগী শনাক্ত হয়েছে। ৫ এপ্রিল রবিবার বিকেলে ওই দুই নারীর নমুনা পরীক্ষার ফলাফলে কভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ। করোনাভাইরাস আক্রান্ত ওই দুই রোগীর একজন শ্রীবরদী পৌর শহরের সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া হিসেবে কর্মরত। অন্যজন হলেন শেরপুর সদরের লছমনপুর এলাকার বাসিন্দা একজন গৃহবধূ। করোনা আক্রান্ত ওই দুই নারীকে রাতেই জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। এ ঘটনায় দুই দুই নারীর বাড়ি এবং আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন ডা. এ.কে.এম. আনওয়ারুর রউফ বলেন, করোনা পরীক্ষার জন্য জেলা থেকে ৫ টি নমুনা সংগ্রহ করে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছিলো। তার মধ্যে রবিবার বিকেলে জানানো হয়েছে দুইজনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফেকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন বলেন, করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ায় শ্রীবরদী ও সদরের ওই দুই নারীকে জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে আনা হয়েছে। ওই  এলাকার আশপাশের বাড়িঘর লকডাউন ঘোষণা করা হয়েছে।