ভোলার মেঘনার দুই জলদস্যু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, ভোলা ॥ ভোলায় আলামিন ও সাজু মাঝি নামের মেঘনা নদীর দুই জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে সাংবাদ সম্মেলণের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদেরকে জানানো হয়েছে। জলদস্যু আলামিনের বাড়ি ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি ও সাজু মাঝির বাড়ি একই ইউনিয়নের কন্দকপুর গ্রামে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আলামিন ও সাজু মাঝির নেতৃত্বে ভোলার মেঘনা নদীতে দস্যুতা ও নৌডাকাতি চালিয়ে আসছিল। এরা সাধারণ জেলেদের আটক করে জাল নৌকার পাশাপাশি টাকা, মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। এমনকি অসহায় জেলেদর জিম্মি করে মোটা অংকের মুক্তিপন আদায় করা হতো।
দস্যুতা ও ডাকাতির ঘটনায় ভোলা সদর ও লক্ষ্মীপুরে এদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রাম থেকে আলামিন ও কন্দকপুর গ্রাম থেকে সাজু মাঝিকে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ৮ থেকে ১০ ডাকাতির ঘটনাসহ নানা অপরাধের কথা স্বীকার করেছেন। তবে অতীত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দু’জনই অপরাধ জগত থেকে ফিরে আসার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন।