ভোলায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ভোলা ॥ ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভেদুরিয়া খালে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু জাবেদের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ ঘন্টা পর বিকেল ৫ টার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। জাবেদ ওই ওয়ার্ডের আবু সাইয়েদ ও রোজিনা দম্পতির প্রথম সন্তান।
জানা যায় জানান, বুধবার দুপুর ১ টার দিকে জাবেদ তাঁর ৯ বছর বয়সী চাচাতো বোন পান্নার সাথে ভেদুরিয়া খালে গোসল করতে যায়। পান্না জাবেদকে খালের পাড়ে রেখে সে বাড়িতে বাথরুম করতে যায়। বাথরুম শেষ করে খালের পাড়ে এসে দেখেন জাবেদ খালের পানিতে পড়ে অনেক দূর চলে গিয়েছে। তাৎক্ষণিক পান্না বাড়িতে গিয়ে বিষয়টি জাবেদের পরিবারকে জানালে তাঁর পরিবার ও স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ভোলা ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এরপর বিকেল ৫ টার দিকে ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, নিহত জাবেদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।