ভোলায় খালে পড়ে শিশু নিখোঁজ

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৬, মে ১৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় গোসল করতে গিয়ে পা পিছলে খালে পড়ে মো. জাবেদ (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ মে) দুপুরের দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর উমেস গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ জাবেদ ওই গ্রামের মো. আবু সায়েদের ছেলে। স্থানীয় মো. জহিরুল ইসলাম জানান, জাবেদ তার চাচাতো বোনের সঙ্গে গোসল করতে বাড়ির পাশের খাল পাড়ে যায়। হঠাৎ পা পিছলে খালে পড়ে নিখোঁজ হয় সে। পরে তার চাচাতো বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিতে উদ্ধারের চেষ্টা চালায়। ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ইনজামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিখোঁজ শিশু জাবেদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে।