সাংবাদিক আমির খসরুর মায়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫১, মে ১৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুর শহরের সিআইপাড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মা সিতারা হালিমের (৭৪) লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে আমির খসরু বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, সিতারা হালিমের লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন সাংবাদিক আমির খসরু। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এদিকে গত সোমবার রাত ৯টায় পিরোজপুর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সেতারা হালিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, সোমবার (১৬ মে) সকাল ১০টায় সিআইপাড়া এলাকার নিজ বাস ভবনের মেঝে থেকে সিতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সিতারা হালিম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত আব্দুল হালিম হাওলাদারের স্ত্রী।