বরিশালে ১১ কেজি গাঁজাসহ আটক ২

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৯, মে ১৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ মে) নগরের বৌদ্ধপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পটুয়াখালী জেলা দুমকী উপজেলার সাতানা গ্ৰামের আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে সোহেল জোমাদ্দার (৩৬) ও আবুয়াল শরীফের ছেলে সাইদুল শরীফ (৩০)। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম  জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সোমালয় ভবনের সামনে থেকে ১১ কেজি গাঁজাসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।