দেশে লবণ সংকটের কোনও সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

কামরুন নাহার | ০৩:৩৮, নভেম্বর ২০ ২০১৯ মিনিট

একশ্রেণির অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে লবণ নিয়ে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দেশে সাড়ে ৬ লাখ মেট্রিক টন লবণ মজুত আছে। যেখানে মাসে চাহিদা মাত্র এক লাখ মেট্রিক টন। কাজেই লবন সংকট হওয়ার কোনও সুযোগ নেই। অসাধু ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে এ অস্থিরতা সৃষ্টি করেছে।’ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় লবণের দাম নিয়ে কোনও অপপ্রচার না চালানোর আহ্বান জানান টিপু মুনশি। তিনি সাংবাদিকদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। লবণের ব্যাপারে শিল্প মন্ত্রণালয় বিস্তারিত জানাবে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।