বরগুনায় চোখবিহীন শিশুর জন্ম

দেশ জনপদ ডেস্ক | ১৯:১১, মে ১৬ ২০২২ মিনিট

রিপোর্ট দেশজনপদ॥  বরগুনার পাথরঘাটা উপজেলায় চোখ বিহীন দাঁতের মাড়িসহ একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের একটি বে-সরকারি সার্জিকেয়ার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই শিশুর জন্ম হয়। তবে নবজাতক শিশুসহ তার মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।   এ তথ্য নিশ্চিত জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: রাকিবুর রহমান। চিকিৎসক রাকিবুর রহমান বলেন, ‘চোখ বিহীন দাঁতসহ যে শিশুটি জন্মগ্রহণ করেছে। এটি অ্যানেন্সাফেলি নামে এক ধরনের রোগ। জীন ও হরমোনের সমস্যার কারণে এ ধরনের রোগ হয়ে থাকে। তার চিকিৎসা জীবনে প্রথমবারের মতো এমন শিশুর দেখা মিলেছে।’ তবে উন্নত চিকিৎসা পেলে শিশুটি কিছুটা সুস্থ হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এদিকে অস্বাভাবিক আকৃতি নিয়ে জন্ম নেওয়া শিশুটিকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন শিশুটির বাবা ইদ্রিস আলী। তিনি পেশায় একজন জেলে। ইদ্রিস আলী বলেন, দ্বিতীয় সন্তানকে ঘিরে পরিবার জুড়ে আনন্দ-উদ্দীপনা অপেক্ষা করছিল। কিন্তু শিশুটি জন্মের পর তা অনেকটাই ম্লান হয়ে গেছে। কারণ শিশুটির উন্নত চিকিৎসা করানোর মতো আর্থিক অবস্থা তার নেই। কীভাবে ওই শিশুটির চিকিৎসা করাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই শিশুটির বাবা। ওই হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস আলী তাঁর স্ত্রী নাজনীন আক্তারকে সন্তান প্রসবের জন্য রোববার বিকেলে ওই ক্লিনিকে ভর্তি করান। রাত সাড়ে বারোটার দিকে সিজারিয়ান অপারেশন হয়। এটা তাদের দ্বিতীয় সন্তান।