বরিশালে বিপুল পরিমান ইয়াবাসহ চিন্হিত তিন মাদক বিক্রেতা আটক

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৮, এপ্রিল ২৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর চিন্হিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পু্লিশ।(২৬) এপ্রিল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তিনজনকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন সুমন, সিকদার পাড়ার আক্কাস সিকদারের ছেলে রিয়াল সিকদার (৩২) ও হাতেমআলি কলেজ এলাকার আনিসুর রহমানের ছেলে সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সিএন্ডবি রোডে মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। অভিযানে তিনজনকে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১১৮০ পিস ইয়াবা উদ্ধার করি। এসময় সুমন,রিয়াল ও পাসপোর্ট সোহাগকে আটক করি। তিনি আরো বলেন, আটককৃত সুমন ও পাসপোর্ট সোহাগের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও সোহাগের বিরুদ্ধে স্ত্রী হত্যাকান্ডের ঘটনাসহ মুক্তিপণ আদায়ের মামলাও রয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, ১১৮০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছি। এঘটনায় বাদি হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এস আই মেহেদি হাসান।