মেহেন্দিগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ

দেশ জনপদ ডেস্ক | ১১:০০, এপ্রিল ১০ ২০২২ মিনিট

বরিশাল ব্যুরো।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ। আজ রবিবার (১০এপ্রিল) সকালে আরো দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মালা বেগম(৩০) ও ইয়াসমিন (৪)।পুলিশ জানায় রবিবার সকাল দশটার দিকে গজারিয়া নদী থেকে নিহত এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেন কোস্টগার্ড। নিহত মালা বেগম মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ও ইয়াসমিন রহিম চৌকিদারের মেয়ে। উল্লেখ্য গত শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় নিহত পাঁচজনকেই উদ্ধার করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদুজামান। তিনি জানান,গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে খাজুরিয়া যাচ্ছিল। পথে গজারিয়া পৌছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের কারনে উল্টে যায় ট্রলারটি। তখন দুজনকে মৃত উদ্ধার করেন, শনিবার এক শিশুর লাশ উদ্ধার করা হয় ও আজকে এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।