বাকেরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

দেশ জনপদ ডেস্ক | ২২:২১, এপ্রিল ০৭ ২০২২ মিনিট

বরিশাল ব্যুরো।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শেখ মাহফুজ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডাকুয়া বাড়ি সম্মুখে বাকেরগঞ্জ টু কালিগঞ্জ বাজার রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শেখ মাহফুজ সরকারি বাকেরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুনসীর শেখ খলিরুর রহমান লোটাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্র মাহফুজ মোটরসাইকেলযোগে কালিগঞ্জ থেকে বাকেরগঞ্জ বাজারের উদ্দেশে আসছিল। পথিমধ্যে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডাকুয়া বাড়ির মসজিদ এলাকায় পৌছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী সীমানা পিলারের সাথে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এবং কলেজছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ প্রস্তুতি চলছে।’