বরিশালে পরিবারের সবাইকে বাথরুমে আটকে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতদের মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। নগরীর রুপাতলীর আদর্শ সড়ক এলাকায় শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেন। আহতরা হলেন আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা আক্তার।
রাসেলের বোন কানিজ ফাতেমা বলেন, ‘ভোরের দিকে ৭/৮ জন ডাকাত বাড়ির কেঁচিগেট ভেঙে ধারাল অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। এ সময় ওই ডাকাতরা আমার ভাই আজিজ ও তার স্ত্রী নাসিমাকে মারধর করে। ‘পরে তাদের সন্তান লামিয়াকেসহ তিনজনকে বেঁধে বাথরুমে আটকে রাখে। এরপর তারা ৩ ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার টাকাসহ আরও অনেক জিনিসপত্র নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাই রাসেলের ডাক-চিৎকারে আশপাশের লোক এসে তাদের উদ্ধার করে। ডাকাতদল তখন পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আজিজ ও নাসিমাকে রামদা দিয়ে আঘাত করা হয়। এতে তাদের হাতে পোঁচ লাগে। রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছেন।’