বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ০০:৩২, এপ্রিল ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজি নং-১৬৬১) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মো. নেছার জমাদ্দার সভাপতি এবং মো. মাছুম সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মো. নেছার জমাদ্দার ৩৮ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনির হোসেন পেয়েছেন ২৫ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে মো. মাছুম সিকদার ৪১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল কালাম কালু পেয়েছেন ২০ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা ৩৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেল্লাল হোসেন পেয়েছেন ২৪ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহীন মোল্লা ৩৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউনুস হোসেন সায়েম পেয়েছেন ২১ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে টানা ১৯ বছর দায়িত্বে থাকা মো. ইউনুস হাওলাদারকে ৩৫ ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন মো. আসাদুজ্জামান রিপন। নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে মো. ইউনুস হাওলাদার পেয়েছেন ২৬ ভোট। বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়ন নির্বাচনের নির্বাচন কমিশনার মো. জাকির হোসেন জানিয়েছেন মোট ৬৩ জন ভোটারের মধ্যে ৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সকল প্রার্থীদের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।