দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ
দেশ জনপদ ডেস্ক|১৮:৪৮, মার্চ ৩০ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সামবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলাউদ্দিন মোল্লা, আব্দুর রহিম হাওলাদার এবং সংগঠনের প্রধান উপদেস্টা অ্যাডভোকেট একে আজাদ সহগ অন্যান্যরা।
মানববন্ধন ও সমাবেশ শেষে একই দাবীতে ইমারত নির্মান শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।