বরিশালে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৫, মার্চ ৩০ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ মর্যদা ও গ্রেড উন্নীতকরনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা জহিরুল ইসলাম জাফর, সৈয়দা হাজেরা মমতাজ, চায়না শিরিন ও মাসুদ খলিফাসহ অন্যান্যরা। বক্তারা বলেন, যৌক্তিকতা, নায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেনীর মর্যাদা বাস্তবায়ন করতে হবে। এই দাবী আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষক নেতারা। বিক্ষোভ সমাবেশ শেষে একই দাবীতে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।