২ আসামির মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় জোড়া খুনের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আরেক আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহসিনুল হক বুধবার এই রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মামুনুর রশিদ মামুন ও মো. ফিরোজ। যাবজ্জীবন দেয়া হয়েছে আসামি মামুনের ছেলে মো. শরীফকে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে মামুনের স্ত্রী রেহানা বেগম ও আরেক ছেলে মো. আরিফকে। মামলার বাদীপক্ষের আইনজীবী স্বপন কৃষ্ণ দে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভোলা সদরের স্কুলশিক্ষক মো. মোস্তফার মৃত্যুর পর তার জমি নিয়ে দুই ছেলে মামুন ও মো. মাসুমের বিরোধ শুরু হয়। এর জেরে ২০১৮ সালের ১৩ মে রাতে বাপ্তা ভোটের ঘর এলাকায় তাদের বাড়ির সামনেই ছোট ভাই মাসুমকে কুপিয়ে জখম করেন মামুন ও তার সহযোগী ফিরোজ। তাদের বাধা দিতে যাওয়ায় কোপানো হয় মাসুমের শ্যালক জাহিদকেও। আশপাশের লোকজন মাসুম ও জাহিদকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জাহিদের বাবা ও মাসুমের শ্বশুর মোস্তাফিজুর রহমান সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। হামলার ঘটনার পরপরই পালিয়ে যান মামুন ও ফিরোজ; গ্রেপ্তার করা হয় অন্য ৩ আসামিকে। পরে মামুনকেও পাবনা থেকে গ্রেপ্তার করা হয়। তবে ফিরোজ এখনও পলাতক।