বালুভর্তি জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩১, মার্চ ২১ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বালুভর্তি জাহাজের ধাক্কায় ভেঙে গেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কালিবাড়ি খালের ওপর থাকা বেইলি ব্রিজটি। এতে করে ভোগান্তিতে পড়েছেন উপজেলার সুটিয়াকাঠী ও সোহাগদল ইউনিয়নের হাজার হাজার মানুষ। স্থানীয়রা জানান, ১০ মার্চ বালুভর্তি একটি কার্গো জাহাজের ধাক্কায় বেইলি ব্রিজটি পশ্চিমাংশ ভেঙে যায়। গত শুক্রবার খালের পানিতে পুরো ব্রিজটি তলিয়ে যায়। এর ফলে সুটিয়াকাঠী ও সোহাগদল ইউনিয়নে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে উভয়পাড়ের স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের যাতায়াতে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। খালের দুই পাড়ের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরিয়ে জরুরি কাজে যেতে হচ্ছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন জানান, ব্রিজটি ঠিক করে দেওয়া হবে। উপজেলা ইঞ্জিনিয়ারের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের কথা হয়েছে। ব্রিজটি ঠিক করার জন্য ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। শিগগির ব্রিজের সংস্কার কাজ শুরু হবে।