বিএমপি’র উদ্যোগে কর্মহীন দরিদ্রদের সহায়তা প্রদান

কামরুন নাহার | ২২:৪৮, এপ্রিল ০২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। করোনা সংক্রামন এড়াতে সরকারের নির্দেশ মেনে ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার থেকে কর্মহীন শ্রমজীবী দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান। আজ সকাল ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে ৩শ’ পরিবারের জন্য পরিবার প্রতি ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল এবং ১ টি করে সাবান প্যাকেটজাত করা হয়েছে। প্রথম দিন বিতরনের জন্য মেট্রোপলিটনের ৪ থানার থানার অফিসার ইনচার্জদের কাছে ১শ’ পাকেট হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় মেট্রোপলিটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৪ থানার থানার অফিসার ইনচার্জ সংশ্লিস্ট থানা এলাকার কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই ত্রান সামগ্রী বিতরন করবেন। এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস সংক্রমন এড়াতে কর্মহীন শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীদের ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হবে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে সর্বদা জনগনের পাশে থেকে সহায়তা করবে পুলিশ। এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মোকতার হোসেন, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সহ ৪ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।