রাজাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৪, মার্চ ১৫ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্য ধারণ ক‌রে সারাদেশের ন্যায় ঝালকা‌ঠির রাজাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, উপজেলা ভুমি অফিসার আনুজা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজুল্লাহ বাহাদুর, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজালাল হাওলাদারসহ সরকারি কর্ককর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়। এ আইন প্রয়োগের মাধ্যমে ভোক্তা স্বার্থ তদারকিতে একই বছর গঠন করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আইনটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত পাঁচটি বিধিমালা ও প্রবিধান তৈরি হয়েছে।