নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাকেরগঞ্জের গোমা বাজারে কমিউনিস্ট পার্টির (সিপিবি) হাট সভায় হামলার প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
সংগঠনের জেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম।
আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি বিমল মুখার্জি, মোতালেব মোল্লা, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও বিশ্বনাথ দাস মুন্সীসহ অন্যান্যরা।