নিজস্ব প্রতিবেদক।।
গত (২৮ ফেব্রুয়ারি) বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের আলআমিন হাওলাদারের একটি গরু চুরি হয়। এরপর থানায় অভিযোগ দিলে সেই অভিযোগের সূত্র ধরে অভিযান চালায় বন্দর থানা পুলিশের একটি দল। থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এস আই) সামচুল ইসলাম, এস আই সজল সাহা, এসএসআই সুমন হাওলাদার ও কনেস্টবল জুলিফিকারের দূরদর্শীতায় আটক হয় গরু চোর চক্রের কয়েক সদস্য।
গত (১৩ মার্চ) রাতে অভিযানে আটককৃতরা হলেন বাকেরগঞ্জ থানার চরবাই গ্রামের নুরুল ইসলাম এর ছেলে সোহেল খান (৩০) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কাটাখালী গ্রামের মৃত সোবহান হাওলাদারের ছেলে মহারাজ হাওলাদার (৪৫) ও বাকেরগঞ্জের ছাগলদি গ্রামের মৃত
আমির আলী হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার(৪৫)।
এসময় দুলালের আস্থানা থেকে ছয়টি চোরাই গরু উদ্ধার করা হয়।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, একটি অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং ছয়টি চোরাই গরুসহ তিনজনকে আটক করি। তিনি আরো বলেন, এটি একটি সঙ্ঘবদ্ধ চক্র। চক্রটির বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।