আখেরি মোনাজাতে শেষ হলো ছারছীনা দরবারের বার্ষিক মাহফিল

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৪, মার্চ ১৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে ছারছীনা দরবার শরিফের ১৩২ তম ঈসালে সওয়াব মাহফিল শেষ হয়েছে। সোমবার (১৪ মার্চ) বাদ জোহর আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরিফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।মোনাজাতের সময় লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় পীর সাহেব বলেন, আপনাদেকে যা সেখানো হয়েছে ,সেই অনুযায়ী আমল করবেন পরিবার পরিজনকে আমল করতে বলবেন। পীর সাহেব হুজুর আরো বলেন, ছারছীনার ছেলছেলা মেনে চলতে হবে। দরবারে আসবেন কিন্তু দরবারের নিয়ম কানুন মেনে চলবেন না সেটা হবেনা। আর আপনাদের সন্তানদের দ্বীনিয়া মাদরাসায় পড়াবেন। দ্বীনিয়া মাদরাসায় পড়লে আমল মজবুত হবে। হুজুর আরো বলেন, সর্বদা হালাল উপর্যান করে হালাল খাবেন এবং পরিশেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। আখেরি মোনাজাতে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উজিরপুর আসনের সংসদ সদস্য মোঃ শাহ-আলম এমপি, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারেফ হোসেন, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন,স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির প্রমুখ।