দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহিলা দলের বিক্ষোভ সমাবেশ
দেশ জনপদ ডেস্ক|১৮:৪২, মার্চ ১৪ ২০২২ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বাধা দেয় পুলিশ।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর এবং জেলা (উত্তর) মহিলা দলের উদ্যোগে সোমবার সকাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় মহিলা দল সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপি’র বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং সাবেক সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা কালাম পলিসহ অন্যান্যরা। সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ কাঁচা তরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রদর্শন করে।
বক্তারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে মহিলা দল নেতাকর্মীরা মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের বাধা দেয় পুলিশ।
এদিকে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।