বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৮, মার্চ ১৩ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে একজন হাজতির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত যুবকের নাম জহিরুল ইসলাম। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ১২ জানুয়ারি থেকে কারান্তরীন ছিল জহিরুল ইসলাম। সকাল সাড়ে ১০টার দিকে সে অসুস্থ্য বোধ করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শের-ই বাংলা মেডিকেলের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম।