জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হলো মাধবপাশা সংবাদ এজেন্সি

দেশ জনপদ ডেস্ক | ১০:৩৬, মার্চ ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দোয়া মিলাদ ও জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হলো মাধবপাশা সংবাদ এজেন্সি ও দৈনিক দেশ জনপদ পত্রিকার শাখা কার্যালয়। গতকাল বিকাল ৫টায় মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ কার্যলয়ের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজনপদ পত্রিকার সম্পাদক ও বরিশালের বিশিষ্ট সাংবাদিক মির্জা রিমন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক দেশজনপদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোস্তাফিজুল আলম সজিব, বার্তা সম্পাদক সাংবাদিক সৈয়দ বাবু, মাধবপাশা সংবাদ এজেন্সির পরিচালক তরুন সাংবাদিক এইচ এম সোহেল, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ এর প্রকাশক সাংবাদিক নেতা খন্দকার রাকিব, বরিশাল টাইমস নিউজ পোর্টাল এর প্রকাশক হাসিবুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান, বরিশাল জাতীয় মানব অধিকার কমিশন এর কাউনিয়া কমিটির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক সুমন, মুকিত, তানভির, সিয়াম, জিয়াদ, শান্ত, এয়ারপোর্ট থানার এস আই রেদওয়ান রিয়াদ, এ এস আই সমিরন, তিনমঠ বাজার কমিটির সভাপতি কবির খান, মাধবপাশা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ বেগ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, ফজলুর রহমানসহ আরো অনেকে। সাংবাদিক নেতা খন্দকার রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বরিশালের শহরতলী মাধবপাশায় এ কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল। এ সময়ে তিনি এ কার্যলয়ের পরিচালক সাংবাদিক এইচ এম সোহেল’র প্রশংসা করে বলেন, মাধবপাশার নিপিড়িত মানুষের কষ্টের কথা, উন্নয়নের কথা তুলে ধরা হবে এ পত্রিকার মাধ্যমে। এ সময়ে তিনি মাধবপাশার জনপ্রিয় চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের প্রশংসা করেন। অনুষ্ঠানের সভাপতি মাধপাশা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, মাধবপাশায় এমন একটি পত্রিকা অফিসের অত্যান্ত প্রয়োজন ছিল। আমাদের বিভিন্ন উন্নয়নমলূক কর্মকান্ড এবং জনসাধারনের নানান সমস্যা, সুবিধা অসুবিধা এই পত্রিকা অফিসের মাধ্যমে সবার কাছে তুলে ধরা যাবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। বিশেষ করে অসহায় মানুষ বর্তমানে তাদের কোন সমস্যা নিয়ে আগেই সংবাদ কর্মীদের কাছে যায়। সাধারন মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সাংবাদ কর্মীরা। তিনি এ কার্যালয়ের সার্বিক মঙ্গল কামানা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, এয়ারপোর্ট থানার পুলিশ অফিসার সমিরন, বাজার কমিটির সভাপতি কবির খান, আসাদুজ্জামান প্রমুখ।